খেলাধূলার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হবে – মেয়র আরিফুল হক

23

সিলেট সিটি কর্পোরশেনের মেয়র ও বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল হক চৌধুরী বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটাতে হবে। এতে সুস্থ দেহ যেমন গড়ে উঠবে, লেখাপড়াতেও অধিক মনোযোগ দিতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষা ক্ষেত্রে অধিক গুরুত্ব। কারণ শিক্ষিত জাতি ছাড়া উন্নয়ন সম্ভব নয়।
তিনি রবিবার দুপুরে নগরীর আখালিয়া নতুন বাজারস্থ বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোতার পুরুস্কার বিতরণী ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তব্য এসব কথা বলেন। বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিলাল পুরকায়স্থ সভাপতিত্বে শিক্ষক দিলোয়ার হোসেন ও পুখরাজ মৌলি সুলতানা এর যৌথ পরিচালনায় পুরস্কার বিতরণীয় অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশ, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও কাউন্সিলর মো: ইলিয়াছুর রহমান ইলিয়াছ, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম নজু, ৭,৮ ও ৯নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা বেগম রেনু, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য বিমল চন্দ্র দেব, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দরা হলেন অর্জুন চন্দ্র দাশ, পপি দাশ, রুবেল দাশ, আখলাক হোসেন, নব গোপাল তালুকদার, সুমী খানম, হীরক চক্রবর্তী, উর্মিলা দেব, দীনবন্ধু তালুকদার, জয়নাল আবেদীন, সাইফুল্লাহ খান, শিমুল চক্রবর্তী, মিনহাজ আহমদ, পিংকী চন্দ্র, জাহানারা বেগম, কংকজ সরকার, ফারজানা চৌধুরী, সুলতানা আক্তার রুমা, মেহেদী হাসান রাফী প্রমুখ। বিজ্ঞপ্তি