বিএনপি মুসলিম লীগের পরিণতির দিকে যাচ্ছে – ওবায়দুল কাদের

32

কাজিরবাজার ডেস্ক :
বিএনপির পরিণতি মুসলিম লীগের মতো হয় কি না, সেটি নিয়েই ভাবছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মনে করেন, এক কালের প্রতাপশালী দলটির মতোই রাজনীতিতে ভুল করছে বিএনপি।
শুক্রবার দুপুরে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
কাদের বলেন, ‘মুসলিম লীগও একটি বড় দল ছিল। সংকুচিত হয়ে তাদের অস্তিত্ব প্রায় বিরল প্রজাতির প্রাণির মতো বিলুপ্ত হতে যাচ্ছে। বিএনপিও মুসলিম লীগের মতো পরিণতির দিকে যাচ্ছে কি না।’
বিএনপিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং উপজেলা নির্বাচনে অংশ নেওয়ারও আহ্বান জানান কাদের। বিএনপির এসব নির্বাচন বর্জনের সিদ্ধান্ত আত্মঘাতী হয়েছে বলেও মনে করেন তিনি।
কাদের বলেন, ‘নির্বাচন বয়কটের মধ্যদিয়ে তারা (বিএনপি) তো নিজেদেরকে আরো সংকুচিত করার পথ, সর্বনাশা পথ, আত্মঘাতী পথ বেছে নিয়েছে। তাদের অনুরোধ করব, নির্বাচনে অংশ গ্রহণ করার জন্য।’
‘স্থানীয় সরকার নির্বাচন, সামনে উপজেলা পরিষদ নির্বাচন, ঢাকা সিটি নির্বাচন, কিশোরগঞ্জে উপ নির্বাচন আছে। আমি উপ নির্বাচন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, উপজেলা নির্বাচনসহ সকল ধরনের নির্বাচনে সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে নির্বাচনে অংশ গ্রহণের আহবান জানাচ্ছি এবং তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি।’
বিএনপি জাতীয় নির্বাচনে ‘মহা পরাজয়ে’ দিশেহারা হয়ে পড়েছে বলেও মনে করেন কাদের। বলেন, ‘পথিক যেমন পথ হারিয়ে দিশেহারা হয়ে যায়, নির্বাচনে পরাজয়ের পর বিএনপির অবস্থাও সেরকম। তারা দিশেহারা পথিকের মতো তালগোল পাকিয়ে ফেলছে, কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে।’
মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আজাদ মিয়া, সংরক্ষিত নারী সংসদ সদস্য প্রার্থী কামরুন্নাহার মুন্নি, স্থানীয় কাউন্সিলর কাওসার আহমেদ, নাসির উদ্দিন মোল্লাসহ সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।