২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ২২১ জন

30
প্রতিকী ছবি।

কাজিরবাজার ডেস্ক :
বিদায়ী বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মোট সাত হাজার ২২১ জন। এদের মধ্যে ঘটনাস্থলেই নিহত হয়েছে ছয় হাজার ১৬ জন আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ গেছে এক হাজার ২০৫ জনের। অর্থাৎ প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে প্রায় ২০ জনের।
যাত্রী কল্যাণ সমিতির হিসাবে ২০১৮ সালে মোট পাঁচ হাজার ৫১৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণহানির পাশাপাশি আহত হয়েছেন ১৫ হাজার ৪৬৬ জন।
প্রাণহানির সংখ্যাটি আগের ২০১৭ সালের তুলনায় সামান্য কম। ওই বছর চার হাজার ৯৭৯টি দুর্ঘটনায় নিহত হন সাত হাজার ৩৯৭ জন। আর আহতের সংখ্যাটি ছিল ১৬ হাজার ১৯৩ জন।
শুক্রবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী প্রতিবেদনটি প্রকাশ করেন।
২০১৬ সালে সমিতির হিসাবে চার হাজার ৩১২টি দুর্ঘটনায় ছয় হাজার ৫৫ জন নিহত এবং ১৫ হাজার ৯১৪ জন আহত হয়েছিলেন।
সমিতির হিসাবে গত বছর মাসে সর্বনিম্ন ৪২৫ জন থেকে সর্বোচ্চ ৬১৫ জনের মৃত্যু হয়েছে। আর সারা বছরই প্রাণহানি ঘটে।
জানুয়ারি মাসে ৪৯৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হন ৫১৪ জন, আহত হয় এক হাজার ৩৫৩ জন।
ফেব্রুয়ারি মাসে ৪৩৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৫৯ জন, আহত হয় এক হাজার ৫২১ জন।
মার্চ মাসে ৪৯১টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৫০৩ জন, আহত হয় এক হাজার৫০৬ জন।
এপ্রিল মাসে ৪৫১টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৭১ জন, আহত হয় এক হাজার ২২৩ জন।
মে মাসে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৮৪ জন, আহত হয় এক হাজার ১২৭ জন।
জুন মাসে ৫২২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৬১৫ জন, আহত হয় এক হাজার ৭৯০ জন।
জুলাই মাসে ৩৭৬টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৪২৫ জন, আহত হয় এক হাজার ১২২ জন।
আগস্ট মাসে ৪৯১টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৫১৯ জন, আহত হয় এক হাজার ৬৩৮ জন।
সেপ্টেম্বর মাসে ৪২৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৫১৪ জন, আহত হয় এক হাজার ১৬৬ জন।
অক্টোবর মাসে ৩৯৫টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৯৫ জন, আহত হয় এক হাজার ৭৭০ জন।
নভেম্বর মাসে ৪৩২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৩৩ জন, আহত হয় এক হাজার ৯৭৯ জন।
ডিসেম্বর মাসে ৫৩৭টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৫৮৪ জন, আহত হয় এক হাজার ২৭১ জন।