মানুষ হবো

20

আজহার মাহমুদ

কালাম স্যার ক্লাসে এসে করলো জিগ্যাসা;
বড় হয়ে কার আছে কি হওয়ার আশা।
মিতু বলে- ডাক্তার হবে, নিজাম বলে- ব্যংকার;
নাহিদ নাকি ব্যবসা করবে, ফয়সাল হবে অফিসার।

অনিমেষ হবে বড় নেতা, রাহিদ হবে ক্রিকেটার,
তুষার-হাসান দুজন নাকি হবে ইন্জিনিয়ার।
সবার আশা শুনে স্যার চুপ করে বসে;
সবার দিকে তাকিয়ে তাকিয়ে অল্প করে হাসে।

একটি কথা বলি তোমদের রেখো সবাই মনে
মনে রাখলে কাজে আসবে তোমাদের জীবনে।
মানুষ হবো এটাই যেন সবার আশা হয়
মানুষ হলে করতে পারবে পৃথিবীটা জয়।