আলপনা

39

মো: জাহাঙ্গীর আলম

সবুজ গাঁয়ের একটা মেয়ে
স্বপ্ন বাঁকে বাঁকে,
হৃদয় কোণে কতো রঙের
আলপনা সে আঁকে।

মনের কথা বলবে বলে
পথে চেয়ে থাকে,
গুণগুণিয়ে কাছে পেতে
মনের ঘরে ডাকে।

হঠাৎ করে মেঠো পথে
আমার দেখা পায়,
আমায় নিয়ে স্বপ্ন গাঁথে
ভাসে প্রেমের নায়।

কাছে এসে বলে আমায়
তুমি আমার প্রাণ,
তোমার মাঝে খুঁজে পাচ্ছি
ভালোবাসার ঘ্রাণ।

এমন করে আমার সাথে
হলো ভালোবাসা,
সত্যিকারের আলপনাতে
পূর্ণ মনের আশা।