আমি বাঁচতে চাই!

32

খোরশেদ আলম খোকন

বহুদিন হলো যন্ত্রণায় বাঁচি রুগ্ন বিছানায়,
মৃত্যু নামক শয্যায় শায়িত মৃত্যু প্রায়…
তবুও একবুক স্বপ্ন নিয়ে আমি বাঁচতে চাই!
প্রকৃতির ঐ কবিতার কাজে-
আমি কবি হয়ে একটিবার হাঁটতে চাই!
মানবের মাঝে থাকার এই আমার ভীষণ সাধ,
আমি আগের মতই হৃদয় খুলে হাসতে চাই!
প্রভু তোমার শানে এ আমার চির ফরিয়াদ।
ভাগ্য দায়ে আজ আমি পঙ্গুত্বকে-
সাথি করে হয়েছি অনাহারী,
মানবতার অধিকারে দ্বারে-দ্বারে
আজ সাজিয়াছি এক দয়ার ভিখারি।
অধম এই অযোগ্য কবির তরে
যদি কারও একটু দয়া হয়,
যাচি সকলে স্বল্প হলেও দিবেন বিনিময়।
অর্থে যদি নাইবা জোটে কিছু
দোয়া তো ভাই পাবো নিশ্চয়,
অছিলায় দোয়া আর বিত্তদানে বিভেদ কিছু নয়।
যাহার সাধ্যে যাইবা জোটে নেব দু-হাত পাতি,
প্রভু হে ঘোচাও তাতে এই জীবনের ভাতি।