হলুদ গাদার খামে

30

তামিম আদনান

আমার মন’টা ভাবুক খুবই; কত কিছু ভাবে
মটর শুটি ডাকে মাঠে, কখন সুযোগ পাবে!
পড়ছে মনে, বন্ধু সুজন ওই পারের হাট যাবে,
রঙিল টিভির ভিতর না কী কত কিছু চাবে!
ভাবছি বসে বাবা জানলে আস্ত গিলে খাবে;
মুড়ি মোয়া খাবে আবার,বাজির টাকার লাভে।
বাড়ির পাশে বাঁশের বনে,সাদা বকের মেলায়
মন হয়ে যায় ওদের সাথি রোজ বিকালের বেলায়।
পুকুর জলে, খাজনা ছাড়া রবি জ্বলে যখন
টুপ করে এই ধরার বুকে দুপুর নামে তখন!
আমার তখন ইচ্ছে করে পুকুর জলে লাফাই;
মাছের সাথে পানি গুলো মনের সুখে কাঁপাই।
হঠাৎ করে সূর্যের গায়ে মেঘের দলে চুমায়!
আমি একা দেখি এ সব, আম্মু তখন ঘুমায়।
ঝুপ করে যেই গাঁয়ের কোলে, সন্ধ্যা আঁধার নামে
শিশির কণা চিঠি লেখে হলুদ গাদার খামে।
জোনাক গুলো দূরের বনে, ঝিলি মিলি বাতি;
আঁধার দেখে মন’টা ভাবে যেন কালো হাতি!
আকাশ জুড়ে তারা গুলো বাবার তসবি দানা,
মন’টা তখন ভাবুক খুবই,শুনে না তো মানা।
বিছনা যেন হয়’যে মনে জেলের বন্দি ঘর;
অচিন পুরের পরী এসে যায় তুলে যায় ঝর!
চাঁদের সাথে গল্প করি, চরকা বুড়ি সাথি,
আমার ছাড়া সবার তখন, নেইতো চোখের বাতি।
এমন করে, কখন যেন ভোর হয়ে যায় ফের,
দিনে দিনে বড় হচ্ছি পাচ্ছে না কেউ টের।