চলে গেলেন সুরস্রষ্টা মুক্তিযোদ্ধা ইমতিয়াজ বুলবুল

62

কাজিরবাজার ডেস্ক :
কৈশোরে দেশকে শত্র“মুক্ত করতে হাতে তুলে নিয়েছিলেন অস্ত্র। জীবনবাজি রেখে লড়েছিলেন মাতৃভূমিকে মুক্ত করার যুদ্ধে। স্বাধীন দেশে রাইফেল রেখে সমর্পিত হলেন সুরের ভুবনে। একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনে সুর করেছিলেন ‘সবকটা জানালা খুলে দাও না/ওরা আসবে’ শিরোনামের গানে। জীবন পরিক্রমায় চিরতরে থেমে গেল তার জীবনের সুর। সুরের মায়া কাটিয়ে চিরবিদায় নিলেন স্বদেশের প্রতি অঙ্গীকারাবদ্ধ শিল্পী আহমেদ ইমতিয়াজ বুলবুল। এই বীর মুক্তিযোদ্ধা, সুরকার, গীতিকার ও সঙ্গীত পরিচালক পাড়ি জমালেন অদেখার ভুবনে। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার সকালে রাজধানীর আফতাবনগরের নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর। আধুনিক বাংলা গানের কিংবদন্তি এই শিল্পী রেখে গেছেন ছেলে সামির আহমেদসহ অসংখ্য গুণগ্রাহী, ভক্ত, স্বজন ও সহযোদ্ধোকে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে আজ বুধবার সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ইমতিয়াজ আহমেদ বুলবুলকে জানানো হবে নাগরিক শ্রদ্ধাঞ্জলি। মুক্তিযোদ্ধা হিসেবে তাকে বিউগলের করুণ সুরে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে জানাযা। এরপর শবদেহ নিয়ে যাওয়া হবে বিএফডিসিতে। সেখানে দ্বিতীয় দফা জানাযা শেষে বাদ আছর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত স্থানে সমাহিত করা হবে এই শিল্পীকে। মঙ্গলবার শিল্পীর শবদেহ রাখা হয় বারডেম হাসপাতালের হিমাগারে।
আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যু খবরে সংস্কৃতি অঙ্গনে নেমে আসে বেদনার কালো চাদরে ঢাকা বিষণœ শোকের ছায়া। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পীকার শিরীন শারমিন চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংগঠনিক শোক প্রকাশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী ও গ্রুপ থিয়েটার ফেডারেশন। প্রিয় শিল্পী এবং একজন আদর্শিক মানুষকে হারানোর ব্যথা নিয়ে সহকর্মীসহ শুভানুধ্যায়ীরা ছুটে যান আফতাবনগরের বাড়িতে। তাদের মধ্যে ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, রুমানা ইসলাম, দিনাত জাহান মুন্নী, সালমা, সাব্বীর, গীতিকার আসিফ ইকবাল, কবীর বকুল, সঙ্গীত পরিচালক ইথুন বাবুসহ আরও অনেকেই ছুটে আসেন।
মানবতাবিরোধী অপরাধের মামলায় যুদ্ধাপরাধী গোলাম আযমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেয়া এই শিল্পীর প্রয়াণে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই শোকবার্তায় স্বাধীনতা যুদ্ধের পাশাপাশি সঙ্গীতাঙ্গনে বুলবুলের অসামান্য অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে দেশ হারালো একজন বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকারকে। অপূরণীয় ক্ষতি হলো দেশের সঙ্গীতাঙ্গনের।
কুমার বিশ^জিৎ তাৎক্ষণিকভাবে বলেন, ‘আমাদের দেশাত্মবোধক গানে তিনি নিজেই একটা হৃৎপিন্ড। তাকে হারানোর ক্ষতি কোনভাবে পূরণ হবে না।
ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ চক্রবর্তী জানান, সকাল সোয়া ছয়টার দিকে আহমেদ ইমতিয়াজ বুলবুলকে হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
বুলবুলের ছেলে সামির আহমেদ জানান, অনেক দিন থেকেই অসুস্থ ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তিনি হৃদরোগে ভুগছিলেন। তার হার্টের ধমনীতে আটটা ব্লক ছিল। গত বছর মে মাসে রিং পরানো হয়। সে সময় প্রধানমন্ত্রী হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর উদ্যোগ নেয়া হলেও দেশপ্রেমিক এই শিল্পী দেশেই চিকিৎসা নিয়েছেন। ইদানীং তার শরীরটা ভাল যাচ্ছিল না। নানা সমস্যা হচ্ছিল। সোমবার চিকিৎসকের কাছে যাওয়ার কথা থাকলেও যেতে পারেননি। মঙ্গলভার ভোর চারটার দিকে তিনি তার রেকর্ডিস্ট রোজেনকে ফোন করে অসুস্থতার কথা জানান। এরপর সবাই তার কক্ষে ছুটে যান। এ্যাম্বুলেন্স খবর দেন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বুলবুল সবসময় বলতেন, প্রকৃতি আমার শিক্ষাগুরু। জীবনের শুরুতে হাতে তুলে নিয়েছিলেন গিটার। মাত্র সাড়ে তের বছর বয়সে প্রথম গান লেখেন ‘ও মন ময়না, আয় ফিরে আয়না’। অকুতোভয় মুক্তিযোদ্ধা হয়ে পাকিস্তানীদের সঙ্গে লড়েছিলেন। যুদ্ধ শেষে আবারও সুরের জগতে ডুবে যান। শ্রোতাদের উপহার দিয়েছেন ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘মাঝি নাও ছাইড়া দে ও মাঝি পাল উড়াইয়া দে’, ‘সেই রেল লাইনের ধারে, সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’, ও মাগো আর তোমাকে ঘুম পাড়ানি মাসি হতে দেব না’ ‘আমার সারা দেহ খেয়গো মাটি’, ‘আমার বুকের মধ্যিখানে’, ‘আমার বাবার মুখে প্রথম যেদিন’, ‘আমি তোমারি প্রেমও ভিখারি’, ‘একাত্তরের মা জননী কোথায় তোমার মুক্তিসেনার দল’র মতো কালজয়ী সব গান।
গত বছরের ১৬ মে ফেসবুকে আহমেদ ইমতিয়াজ বুলবুল তার অসুস্থতার খবর জানিয়ে একটি পোস্ট দেন। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী।
আহমেদ ইমতিয়াজ বুলবুলের সৃষ্টি গানে শিল্পী সৈয়দ আবদুল হাদী, এন্ড্রু কিশোর, সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, সামিনা চৌধুরীসহ কয়েক প্রজন্মের শিল্পীরা কণ্ঠ দিয়েছেন। তার লেখা ও সুর করা উল্লেখযোগ্য আরও গানের মধ্যে- একতারা লাগে না আমার দোতারাও লাগে না, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যিখানে, আমি তোমারি প্রেমও ভিখারি, ও আমার মন কান্দে, আইলো দারুণ ফাগুনরে, আমার একদিকে পৃথিবী একদিকে ভালোবাসা, আমি তোমার দুটি চোখে দুটি তারা হয়ে থাকবো, আমার গরুর গাড়িতে বৌ সাজিয়ে, পৃথিবীর যত সুখ আমি তোমারই ছোঁয়াতে যেন পেয়েছি, তোমায় দেখলে মনে হয়, কত মানুষ ভবের বাজারে, বাজারে যাচাই করে দেখিনি তো দাম, আম্মাজান আম্মাজান, স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি, আমার জানের জান আমার আব্বাজান, ঈশ্বর আল্লাহ বিধাতা জানে, এই বুকে বইছে যমুনা, প্রেম কখনো মধুর, কখনো সে বেদনাবিধুর, অনন্ত প্রেম তুমি দাও আমাকেসহ আরও অনেক গান।
দেশের সঙ্গীত জগতে অবদানের জন্য আহেমদ ইমতিয়াজ বুলবুল ২০১০ সালে একুশে পদকে ভূষিত হন। এ ছাড়া সঙ্গীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা এবং পুরস্কার লাভ করেন। প্রেমের তাজমহল সিনেমার জন্য তিনি ২০০১ সালে এবং হাজার বছর ধরে সিনেমার জন্য ২০০৫ সালে শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসালমীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলায় সাক্ষ্য দিয়েছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। ২০১২ সালের আগস্টে বুলবুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেয়ার পরের বছর খুন হন তার ছোট ভাই আহমেদ মিরাজ।