সুরমা নদীতে অমৎসজীবীদের প্রভাবের প্রতিবাদে বৈধ মৎস্যজীবীদের অনশন

35
সুরমা নদীতে অবৈধ দখলের প্রতিবাদে বৈধ মৎস্যজীবী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে অনশন পালন করে।

সুরমা নদীতে অবৈধ নদী দখলের প্রতিবাদে বৈধ মৎস্যজীবী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সিলেট জেলা প্রসাশনের ও বিভাগীয় কমিশনার অফিসের কার্যালয়ের অনশন পালন করেছেন। গত ২১ জানুয়ারি সোমবার সকাল ১০টায় মিছিল নিয়ে এ অনশন কর্মসূচী পালন করা হয়।
সিলেটের বৈধ কার্ডধারী মৎস্যজীবীরা অমৎসজীবীদের প্রভাবে স্বাভাবিকভাবে মৎস্য আহরণ করতে পারছেন না বলে অভিযোগ করে দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি অনশনকারীরা আহ্বান জানান।
অনশনকারীদের দাবি নগরীর কীনব্রীজ থেকে হেতিমগঞ্জ এলাকা পর্যন্ত সুরমা নদীতে অবৈধভাবে মাছ শিকার করছে একটি মহল। তাদের এসব তৎপরতায় বৈধকার্ডধারী মৎস্যজীবীরা সুরমা নদীতে মাছ শিকার করতে গিয়ে নানা বাধার সম্মুখীন হচ্ছেন। ফলে আর্থিক সংকটে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন। ইজারাবিহীন অবস্থায় একটি প্রভাবশালী মহল সুরমা নদীতে ঘের তৈরী করে ও বিষাক্ত দ্রব্য প্রয়োগ করে মাছ শিকার করে নিয়ে যাচ্ছে। এতে বৈধ মৎস্যজীবীরা এই এলাকা দিয়ে নৌকা নিয়ে চলাচল করতে পারছেন না। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি করেন।
অনশনকালে বক্তব্য রাখেন জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতি সিলেট জেলা শাখার সভাপতি সুসেন্দ চন্দ্র নমঃ খোকন।
কুশিঘাট আলোকিত যুব সংস্থার ইমতিয়াজ রহমান ইনু সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিলেট ইয়ুথ ডেভেলমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাহিরুল ইসলাম, নুরানী সমাজ কল্যান সংস্থার সভাপতি ফাতেমা জান্নাত, এসএসইউএস এর সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ, বৈধ মৎসজীবী বাহার মিয়া, কামাল মিয়া, কয়ছর আহমদ, ইরান মিয়া, গফুর মিয়া, সাবু মিয়া, মরম মিয়া, আজির উদ্দিন, কয়েস মিয়া, আব্দুল কাদির, আব্দুল আলিম, রকিব মিয়া, লাল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি