দুর্নীতি রোধে প্রধানমন্ত্রীর ঘোষণা

61

চতুর্থ বারের মেয়াদে ক্ষমতায় এসেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ। সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি। এর জন্য অনেকেই বিগত সময়ে দেশ পরিচালনায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারগুলোর ধারাবাহিক সাফল্যকেই কৃতিত্ব দিয়েছেন। এই সময়ে দেশ অর্থনৈতিক ও সামাজিক নানা সূচকে অনেক দূর এগিয়ে গেছে। বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে। জনগণ উন্নয়নের এই গতি অব্যাহত রাখার লক্ষ্যেই আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও তা স্বীকার করে বলেছেন, এই বিজয় আমাদের দায়িত্ব আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছে। গত শনিবার বিজয়-পরবর্তী প্রথম জনসমাবেশে বক্তৃতা করতে গিয়ে তিনি বলেছেন, যেকোনো মূল্যে আমাদের জনগণের দেওয়া ভোটের মর্যাদা রক্ষা করতে হবে।
নির্বাচনে অংশ নেওয়া দলগুলো নির্বাচনের আগে দলের পক্ষ থেকে ইশতেহার বা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকে। বাংলাদেশ আওয়ামী লীগও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের পক্ষ থেকে একটি ইশতেহার ঘোষণা করেছিল। তাতে যে ২১ দফা অঙ্গীকার ঘোষণা করা হয়েছিল সেগুলো মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছিল। মানুষ সেগুলোর ওপর আস্থা রেখেছিল বলেই তাদের বিপুল ভোটে বিজয়ী করেছে। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, এখন তাঁদের দায়িত্ব হচ্ছে জনগণের সেই বিশ্বাস ও আস্থার মর্যাদা রক্ষা করা। তিনি বলেছেন, যে রায় জনগণ দিয়েছে সে রায় হলো জঙ্গিবাদের বিরুদ্ধে রায়, সন্ত্রাসের বিরুদ্ধে রায়, মাদকের বিরুদ্ধে রায় এবং দুর্নীতির বিরুদ্ধে রায়। জনগণের এই রায়ের মর্যাদা রক্ষায় প্রয়োজনে আমাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। তিনি বলেন, প্রয়োজনে বুকের রক্ত দিয়ে হলেও আমি সেই মর্যাদা রক্ষার চেষ্টা করব। তাঁর কথার ওপর আমাদের আস্থা রয়েছে। আমরা বিশ্বাস করি, তিনি তাঁর কথা রাখার সর্বোচ্চ চেষ্টাই করবেন। দেশ এগিয়ে যাচ্ছে, এটা যেমন সত্য, একই সঙ্গে সত্যি যে দুর্নীতি এগিয়ে চলার এই গতিকে শ্লথ করে দিচ্ছে। বাংলাদেশকে পেছনে টানছে। অতীতে শেয়ার কেলেঙ্কারি কিংবা ব্যাংকগুলোতে ঘটে যাওয়া দুর্নীতি সরকারকেও বিব্রত করেছে। মুদ্রাপাচারের গতি রোধ করা যাচ্ছে না। দেশকে এগিয়ে নিতে হলে যেকোনো মূল্যে এগুলো রোধ করতে হবে। প্রধানমন্ত্রীর বক্তৃতায় আমরা সেই প্রতিজ্ঞারই ছোঁয়া পেয়েছি। আমরা আশা করি, সরকার ও প্রশাসন একইভাবে সমাজ থেকে দুর্নীতির মূলোৎপাটনে প্রধানমন্ত্রীকে সহায়তা করবে।