পারিবারিক শিক্ষার মাধ্যমে শিশুদের গড়ে তুলতে হবে – সাফায়েত আলম

69
আম্বরখানা দরগা গেইট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুদিনব্যাপী শিশু মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক এ কে এম সাফায়েত আলম।

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক এ.কে.এম. সাফায়েত আলম বলেছেন, শিশুরা হলো কাদা মাটির মতো তাদেরকে যেভাবে তৈরী করা হয় সেভাবে গড়ে উঠে। তাই মায়েদের মুখ্য ভূমিকা নিতে হবে। শিশুদের বেশীর ভাগ সময় কাটে মায়েদের সাথে। তাই শুধু স্কুলের শিক্ষা নয় পারিবারিক শিক্ষার মাধ্যমে শিশুদের নৈতিকতা মানবিকতা বিকাশ ঘটিয়ে সত্যিকার মানুষ হিসাবে গড়ে উঠতে উজ্জীবিত করতে হবে।
‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে রবিবার আম্বরখানা দরগাগেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গণে দু’দিনব্যাপী শিশুমেলার সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া যেসমিন মিলি’র সভাপতিত্বে ও সিলেট জেলা তথ্য অফিসের ঘোষক মো: লেবাছ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারী তথ্য অফিসার উজ্জ্বল শীল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা রানী কর্মকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আকবেটের ফাইনান্স অফিসার এ.এইচ.এম. ফসলে রাব্বী চৌধুরী, সিলেট যুব একাদশ এর পিএমও মো: শামসুল হক, নুরানী সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থার সভাপতি ফাতেমা জান্নাত, কুশিঘাট যুব কল্যাণ সংস্থার সভাপতি ইমতেয়াজুর রহমান ইনু। বিজ্ঞপ্তি