আইনজীবীদের সততা-দক্ষতায় সমাজে প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় বিচার – রুহুল আনাম মিন্টু

32

বাংলাদেশ বার কাউন্সিলের মেম্বার ও সিলেট জেলা আইনজীবী সমিতির সবেক সভাপতি এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু বলেছেন, দেশের সকল আদালতের প্রাণ হলেন আইনজীবীরা। আদালতে আইনজীবীদের উপস্থিতিতে ন্যায় বিচার পায় ভোক্তভোগিরা। তাই এই মহৎ পেশা সমাজের মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে। ফলে প্রতিবছরই বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী পেশায় দেশের বিভিন্ন বারে যোগদান করছেন আইনজীবীরা। আইনজীবীদের সততা-দক্ষতায় সমাজে প্রতিষ্ঠিত হয়েছে ন্যায় বিচার।
শুক্রবার বিকালে নগরীর আম্বরখানায় বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার্থীদের জন্য “সেভি” নামের কোচিং সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উক্ত কথাগুলো বলেন তিনি।
অনুষ্ঠানে “সেভি ” কোচিং এর কোর্স কো-অর্ডিনেটর মো. সাজ্জাদুর রহমান সুমনের সঞ্চালনায় ও সেভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আইনজীবী আব্দুর রহমান আফজলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের প্রধান হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক মশিউর রহমান, আইনজীবী আকরামুল হাসান শিরু, আইনজীবী বিশ্বজিৎ সরকার, আইনজীবী এ এইচ এম ওয়াসিম, কবি নজরুল মেমোরিয়াল স্কুলের অধ্যক্ষ আল আমিন, আইনজীবী মো. রকিব আলী খান, আইনজীবী ছিদ্দিকুর রহমান সহ প্রমুখ। বিজ্ঞপ্তি