ছাতকে দুর্বৃত্তদের হামলায় পাহারাদার আহত

24

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে ইজারাকৃত জলমহাল থেকে জোরপূর্বক মাছ ধরতে বাধা দেয়ায় দুর্বৃত্তদের লাঠি পেটায় পাহারাদার জিল্লুর রহমান গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি বুধবার বিকেলে উপজেলার ভাতগাঁও ইউনিয়নের পাগনারপার বড় বিলে ঘটেছে বলে জানাগেছে। সে ছাতারপই গ্রামের মৃত রফিক মিয়ার পুত্র। এ ঘটনায় জিল্লুর রহমান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, জালিয়া গ্রামের মৎস্যজীবী সম্প্রদায়ের লোকজনের সমন্বয়ে গঠিত সোনারতরী সমবায় সমিতির অনকূলে পাগনারপার বড় বিল নামক জলমহাল ইজারা প্রদানের জন্য ভূমি মন্ত্রণালয় সচিব বরাবরে সুপারিশ করেন স্থানীয় এমপি। সুপারিশে উল্লেখ করা হয়, সংস্কারের অভাবে ভরাট হয়ে এ জলমহালটি অস্তিত্ব সংকটে পড়েছে। জলমহালটি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সংস্কার ও উন্নয়ন করার স্বার্থে উন্নয়ন প্রকল্পের আওতায় দীর্ঘ মেয়াদে ইজারা প্রদানের প্রয়োজনীতায় বিল পাড়ের বাসিন্দা ও মৎস্যজীবীদের সংগঠন সোনারতরী সমবায় সমিতিকে ইজারা প্রদান করা যেতে পারে। সুপারিশের প্রেক্ষিতে ২০১৮ সালের ১৫ মে সর্বোচ্চ ৫ লক্ষ ৮৪ হাজার টাকায় ৩ বছর মেয়াদে পাগনার বড় বিল ইজারা প্রদান করা হয়। বৃধবার বিকেলে স্থানীয় কতিপয় ব্যক্তি বিলে জোরপূর্বক মাছ ধরতে গেলে পাহারাদার জিল্লুর রহমান এতে বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা পাাহারাদার জিল্লুকে বেধড়ক মারপিঠ করলে সে গুরুতর আহত হয়।