ফুল

53

কবির কাঞ্চন

কতো ফুল অকালে ঝরে যায়
ওদেরকে দেখবার কেউ নাই ।

কতো ফুল দামী হয় সুঘ্রাণে
সুর তুলে আমাদেরই প্রাণে।

কতো ফুল ফোটে বনে রাতদিন
অকারণে ফুল ছিঁড়া বাদ দিন।