মামার বাড়ি

32

সেলিম সিকদার

আমার কেবল সাধ জাগেছে
মামার বাড়ির যাইতে,
সরিষা ক্ষেতে লুকিয়ে থেকে
মৌয়ের মত গাইতে।

শীতের দিনে অতিথি ওই
পাখির মত আসতে,
হিজল বনে রাতের বেলা
পেঁচার মত ডাকতে।

সবাই যখন বিভোর ঘুমে
জোসনাভরা রাতটায়,
গোলগাল ঐ চাঁদের থালা
ফেরেশতারা উল্টায়।

ভোরের রবি উঠবে জাগি
শিশির ভেজা ঘাসটায়,
থর থরিয়ে কাঁপছে গাছি
রস নিয়ে পথটায়।