নবীগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

35

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের নবীগঞ্জে প্রতি বছরের ন্যায় আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ঘোড়ার দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে পৌষ সংক্রান্তি উপলক্ষে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামবাসীর আয়োজনে এ ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। ঘোড় দৌড় দেখতে মহিলা, শিশু-কিশোর থেকে শুরু করে অনেক দুর দুরান্ত থেকে প্রায় অর্ধলক্ষাধিক লোকজন এসে জড়ো হন। ঘোড় দৌঁড়ে ১ম স্থান অধিকার করে জামারগাও গ্রামের সেলিম মিয়ার ঘোড়া। পরে ঘোড়দৌঁড় প্রতিযোগিতায় শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ইউপি সদস্য আব্দুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী শাহনওয়াজ মিলাদ এমপি। এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক আলী হোসেন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মছদ্দর আলী।