জামায়াতের সঙ্গে রাজনীতি করবে না ঐক্যফ্রন্ট – ড. কামাল

50

কাজিরবাজার ডেস্ক :
স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনীতি করতে গণফোরামের জন্ম হয়নি মন্তব্য করে বিএনপিকে কার্যত জামায়াত ছাড়ার শর্ত বেঁধে দিলেন তাদের শরিক দলটির সভাপতি ড. কামাল হোসেন। বলেছেন, জামায়াত নেতারা বিএনপির প্রতীক নিয়ে নির্বাচন করবে জানলে তিনি ঐক্যফ্রন্টেই যেতেন না।
শনিবার রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের প্রধান নেতা বলেন, ‘জামায়াতের সঙ্গে রাজনীতি করবে না ঐক্যফ্রন্ট। জামায়াতকে বাদ দিয়ে বিএনপির সাথে ঐক্যফ্রন্ট আরো শক্তিশালী হয়ে চলমান থাকবে।’
বিএনপিকে জামায়াত ছাড়তে চাপ দেওয়া হবে কি না-জানতে চাইলে ড. কামাল বলেন, ‘আমি তো মনে করি, জামায়াতকে ছেড়ে আসতে বিএনপিকে চাপ দেওয়া হতে পারে।’
বিএনপি যদি জামায়াত ছাড়তে রাজি না হয় তাহলে গণফোরামের অবস্থান কী হবে- এমন প্রশ্নে দলের সভাপতি বলেন, ‘আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, জামায়াতকে নিয়ে কোনও রাজনীতি করব না আমরা। অবিলম্বে জামায়াতে বিষয়ে বিএনপির কাছ থেকে আমরা সুরাহা চাই।’
এর আগে লিখিত বক্তব্যে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘তাড়াতাড়ি জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করতে গিয়ে অনিচ্ছাকৃত যেসব ভুল-ক্রটি হয়েছে তা সংশোধন করে ভবিষ্যতের জন্য সুদৃঢ় জাতীয় ঐক্য গড়ে তোলা হবে।’
অনিচ্ছাকৃত ভুলত্রুটি বলতে কী বোঝানো হয়েছে এবং সেটা দ্বারা জামায়াতের সঙ্গে ঐক্যকেও বুঝানো হচ্ছে কিনা জানতে চাইলে ড. কামাল বলেন, ‘একটা ভালো উদাহরণ আপনি দিয়েছেন। এটাকেও আমি মনে করবো, ইয়েস।’
মন্টু বলেন, ‘জামায়াতকে নিয়ে আমাদের রাজনীতি করার কোন ইচ্ছা নাই। আমরা আগেও করিনি, এখনো করছি না এবং ভবিষ্যতেও করবো না।’