রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে জকিগঞ্জে শীতবস্ত্র ও আর্থিক সাহায্য প্রদান

36
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে জকিগঞ্জে শতাধিক দুস্থদের মধ্যে শীতবস্ত্র ও আর্থিক সাহায্য প্রদান করছেন অতিথিবৃন্দ।

রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শনিবার জকিগঞ্জে। উপজেলার কাজলসার ইউনিয়নের মরিচা গ্রামে এলাকার শতাধিক দুস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান এম এ রহিমের সভাপতিত্বে ও প্রোগ্রামের স্থানীয় উদ্যোক্তা রোটারিয়ান মনসুর আহদের পরিচালনায় জনাকীর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন ৩নং কাজলসার ইউপি চেয়ারম্যান জুলকারনাইন লস্কর। আরসি সিলেট সেন্ট্রালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন আগামী রোটারী বর্ষের গভর্ণর পদপ্রার্থী রোটারিয়ান পিপি জিয়াউল হক, রোটারিয়ান পিপি মোঃ আব্দুল মুকিত, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোঃ রুহুল আলম, ক্লাব সেক্রেটারী রোটারিয়ান বিকাশ কান্তি দাস, রোটারিয়ান আহমেদ রশিদ চৌধুরী, রোটারিয়ান মোহাম্মদ আলী হোসেন ও রোটারিয়ান স্বরাজ বন্ধু দাস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি মেম্বার উস্তার আহমদ ও আব্দুস সালাম, হাজী ইসমাইল আলী, মুরব্বি রিয়াজুল হক, মৌলানা মোস্তাক আহমদ, আব্দুল জব্বার, আব্দুল মজিদ ও মাহবুব আহমদ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ রোটারীর সেবামূলক কর্মকান্ডের উচ্চসিত প্রশংসা করেন এবং আরসি সিলেট সেন্ট্রালের এই মানবিক কার্যক্রম জকিগঞ্জের পিছিয়েপড়া এলাকায় বাস্তবায়ন করায় ধন্যবাদ জানান। অনুষ্ঠানে উভয় গনপ্রতিনিধি মরিচা গ্রামের রাস্তার অসম্পূর্ণ অংশ পাকাকরণ, সুপেয় পানির জন্য গভীর নলকূপ স্থাপন এবং সেচ-প্রকল্প চালুর প্রতিশ্র“তি দেন। রোটারিয়ান জিয়াউল হক মরিচা জামে মসজিদের জন্য কয়েকটি সিলিং ফ্যান ও নামাজের কার্পেট প্রদানের প্রতিশ্রুতি দেন। পরে রোটারিয়ান আহমেদ রশিদ চৌধুরীর পরিচালনায় শিশুদের জন্য শীতের সময় স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী ও পরামর্শ প্রদান করা হয়। বিকেলে স্থানীয় পরচক গ্রামে একজন দুস্থ মহিলাকে নগদ আর্থিক সাহায্য প্রদান করা হয়। সন্ধ্যায় হোটেল হিলটাউনে ক্লাব প্রেসিডেন্টের সভাপতিত্বে ২৪তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। এতে চক্ষু রোগীর চিকিৎসা প্রদান সংক্রান্ত প্রজেক্ট ও রোটারীর রায়লা প্রোগ্রাম বাস্তবায়ন, ডিষ্ট্রিক্ট্র কনফারেন্সে অংশগ্রহণসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি মোহাঃ মুহিবুর রহমান, রোটারিয়ান পিপি সিদ্দিকুর রহমান, রোটারিয়ান পিপি হুমায়ুন ইসলাম কামাল, রোটারিয়ান পিপি তৈয়বুর রহমান, রোটারিয়ান পিপি মোঃ নজরুল ইসলাম, রোটারিয়ান মোহাম্মদ সামসুদ্দিন, রোটারিয়ান শেখ ফরিদ আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি