খেলাধূলা মানুষকে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে — বদরুল ইসলাম শোয়েব

47

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, খেলাধূলা মানুষকে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে। শুধু তাই নয় খেলাধূলা ব্যক্তিকে নাম, যশ, খ্যাতি ও আর্থিক স্বচ্ছলতা এনে দেয়। খেলাধূলা আবেগ প্রকাশেরও মাধ্যম।
তিনি গতকাল শনিবার (১২ জানুয়ারি) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা গ্রামে মুক্তার আলী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও ইউনিয়ন ক্রিকেট ফোরাম আয়োজিত ক্রিকেটলীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি আরো বলেন, বর্তমানে বিশ্ব ক্রীড়াঙ্গনে একটার পর একটা সাফল্যের ইতিহাস রচনা করে চলেছে বাংলাদেশের ছেলেমেয়রা। সাফল্যের এই ধারা অব্যহত রাখতে তৃণমূল পর্যায়ে এ ধরণের আয়োজন অত্যন্ত সহায়ক হবে।
ক্রীড়া সংগঠক সাব্বির রহমান সাবুলের সভাপতিত্বে ও নাজির আহমদের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়াবিদ ছানোয়ার হোসেন মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, ফাউন্ডেশনের সদস্য সচিব আশরাফ আহমদ মারফত প্রমুখ। বিজ্ঞপ্তি