প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব থেকে এরশাদকে অব্যাহতি

44

কাজিরবাজার ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূতের দায়িত্ব থেকে এইচ এম এরশাদকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৭ জানুয়ারি মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার নিয়োগের অবসান করা হয়।
২০১৪ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ওই বছরের ১২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবে নিয়োগ পান এরশাদ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠন করে আওয়ামী লীগ। প্রধান বিরোধীদল হয় এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বিরোধীদলীয় নেতা।