সুখী সমৃদ্ধ দেশ গঠনে কারিগরি শিক্ষার বিকল্প নেই – ময়নুল ইসলাম

14

দক্ষিণ সুরমা উপজেলার চন্ডিপুলস্থ বিসমিল্লাহ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্দ্যোগে ২০১৮ইং সেশনের কম্পিউটার বেসিক কোসের্র সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান গতকাল ১০ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব ময়নুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার মাধ্যমে নিজেকে আত্ম নির্ভরশীল হিসেবে গড়ে তুলতে পারবে। কারিগরি শিক্ষা দেশের উন্নয়নের চালিকাশক্তির অংশিদার। সুখী সমৃদ্ধ দেশে গঠনে কারিগরি শিক্ষার বিকল্প নেই। বিসমিল্লাহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ক্বারী ফয়ছল আলম এর সভাপতিত্বে ও প্রশিক্ষক ফারিহা তাসলিম তমা এর পরিচালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন সিলাম পি.এল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ লাল রায়, কেন্দ্রের সহকারি শিক্ষক আফজল হোসাইন। আলোচনা শেষে ২০১৮ সেশনের বেসিক কোর্সের সমাপনী অনুষ্ঠানের শিক্ষার্থীদের হাতে সনদ প্রদান করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি