শীতের সময়

28

কবির কাঞ্চন

ঊষাকালে শীতের পাখির
কিচিরমিচির গানে
পাগলপারা সুরের টানে
সজীবতা আনে।

ঘাসের ডগায় ধানের শীষে
মুক্তোদানা হাসে
সূর্যিমামার সোনা রোদে
পুড়ে সর্বনাশে।

সন্ধ্যাকালে খেজুর গাছে
গাঁছি বাঁধে হাড়ি
কলস ভরা রস নিয়ে যায়
ভোরে বাড়ি বাড়ি।

খেজুররসের গুড়ের সাথে
ভাপাপিঠা খেয়ে
শীতে কাটে মধুর সময়
সকল ঋতুর চেয়ে।