একটি পতাকা

46

ফেরদৌসী খানম রীনা

একটি পতাকা শুভসূচনা,
একটি পতাকা মনকাড়া,
একটি পতাকা শান্তির প্রতীক,
একটি পতাকা আশার প্রদীপ।

একটি পতাকা মানে স্বাধীন জাতি।
একটি পতাকা থাকে
বাঙালির হদয় মাঝে,
একটি পতাকা স্বপ্ন ভরা।

একটি পতাকার মান রাখতে,
জীবন দিলো ত্রিশ লক্ষ বাঙালি,
একটি পতাকার জন্য আজও
কাঁদে মা জননী,
একটি পতাকা বেদনা ভরা।

একটি পতাকার জন্য জাতি,
ধর্ম নির্বিশেষে যুদ্ধ করে,
একটি পতাকার জন্য সকল
বাঙালি হলো ঐক্যবদ্ধ।

একটি পতাকার জন্য হলো,
ভীষণ যুদ্ধ,
একটি পতাকার জন্য সুখের
স্বপ্ন হারায় যোদ্ধা।

একটি পতাকার জন্য
গঠিত হলো মুক্তিবাহিনী,
একটি পতাকা বাংলার দামাল
ছেলের সুখের স্বপ্ন।

একটি পতাকার জন্য শিশু
আজ পিতা হারা,
একটি পতাকার জন্য রহিমা বিবি
গেল যুদ্ধের ময়দানে।

একটি পতাকার জন্য নববধূ
অপেক্ষায় থাকে,
একটি পতাকার জন্য শপথ
নিলো বাংলার জনগণ।

একটি পতাকার জন্য কৃষক
লাঙল ফেলে অস্ত্র ধরে,
একটি পতাকাকে ভালোবেসে
কিশোর গেল যুদ্ধে।

একটি পতাকার জন্য দুঃখী মা
হাজার বেদনায় চোখ মোছে।
একটি পতাকার জন্য বাংলার,
জনগণ নিয়েছিল প্রতিজ্ঞা।

একটি পতাকা সবাই
ভালোবাসে মনেপ্রাণে,
একটি পতাকার মান রাখতে,
বাঙালি জীবন বাজি রাখে।

একটি পতাকা বাংলার
গৌরব আর মর্যাদা,
একটি পতাকা জাতীর
বিজয় নিশান।

একটি পতাকা চিরসুন্দর,
একটি পতাকা রবে অমলিন,
একটি পতাকা চির উন্নত মমশীর,
একটি পতাকা স্বাধীনতার
কথা বলে।

একটি পতাকা লক্ষ মা,বোনের
কান্না জড়িত।
একটি পতাকার জন্য
ত্রিশ লক্ষ প্রাণ গেল অবশেষে।

একটি পতাকা চারিদিকে সবুজ
মাঝখানে লাল,
একটি সুন্দর পতাকা উড়ে
বাংলার ঘরে ঘরে।