শীতের দিনে

24

মো: জাহাঙ্গীর আলম

শীতের দিনে কাপড় বীণে
কাঁদে কতো লোক,
শীতের চোটে গরীব দুঃখী
পালন করে শোক!

আমরা তো ভাই শীতের দিনে
গরম কাপড় পাই,
দুস্থ লোকের শীতের রাতে
ছেড়া কাঁথায় ঠাঁই!

শীত সকালে ছন্দ তালে
করি কতো ভোজ,
গরিব দুঃখী কি খেয়েছে
রাখি কি তার খোঁজ?

ধনী গরিব বিভেদ ভুলে
চলো টানি বুকে,
শীতের দিনে মিলেমিশে
থাকি সবাই সুখে।

শীতের পিঠা গরম কাপড়
ভাগাভাগি করি,
আপন মনে আসুন সবাই
সাম্যেরই দিন গড়ি।