বিশ্বম্ভরপুরে প্রতারণার দায়ে মহিলা আটক

22

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
জেএস কনজিউমার এন্ড নিউট্রি কেয়ার লিমিটেড নামের ভোক্তা কোম্পানীর প্রতিনিধি পরিচয়ে অভিনব জালিয়াতি প্রতারণার দায়ে সেলিয়া বেগম (৪৭) নামের এক সাবেক ইউপি সদস্যাকে আটক করেছে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টায় বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের দশঘর গ্রামে থানা এসআই জহরলালের নেতৃত্বে পরিচালিত অভিযানে জনতাধৃত ঐ মহিলাকে আটক করা হয়। আটককৃত সেলিয়া বেগম তাহিরপুর থানার বালিজুড়ি গ্রামের সৈয়দ আলীর স্ত্রী। সেলিয়া বেগমের কাছে প্রতারিত হয়েছেন স্থানীয় বাকগাঁও গ্রামের মোঃ মদরিছ আলীর কন্যা কলেজ ছাত্রী রাশেদা বেগম, দশঘর গ্রামের রতন মিয়ার স্ত্রী জাহেদা খাতুন,মজুমদারী গ্রামের স্বপন পালের স্ত্রী চন্দনা পাল ও দশঘর গ্রামের চাঁন বাদশার ছেলে মোবারক হোসেনসহ এলাকার প্রায় অর্ধশতাধিক শিশু নারী ও পুরুষ। প্রতারনার বিষয়ে প্রতারিতদের পক্ষে রাশেদা বেগম বাদিনী হয়ে আটককৃত সেলিয়া বেগমসহ ৩ জনের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরাপর অভিযুক্তরা হচ্ছেন চাঁদপুর জেলা সদরের শাহিনা মিনি টাওয়ারের একটি ভোক্তা কোম্পানীর পরিচালক জসিম উদ্দিন ও সুনামগঞ্জের উকিলপাড়া আবাসিক এলাকার ভাড়াটে বাসিন্দা খালেদা আক্তার।