কোম্পানীগঞ্জে নিহত ২ শ্রমিকের লাশ উদ্ধার, মামলা দায়ের

26

স্টাফ রিপোর্টার :
কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথরের গর্ত ধসে নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে একজনের ও মঙ্গলবার সকালে অপর একজনের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছে- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আনোয়ার হোসেনের পুত্র সেলিম মিয়া (২৫) ও ওয়াজিদ আলির পুত্র নুরুল হক (৩০)।
গতকাল মঙ্গলবার নিহত সেলিম মিয়ার স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শাহ আরেফিন টিলায় পাথরের গর্ত ধসে সোমবার বিকেল ৩টার দিকে চিকাডহর গ্রামের একটি গর্তে এ দুর্ঘটনাটি ঘটে।
দীর্ঘদিন ধরে এ গর্তে ঝুঁকিপূর্ণভাবে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ গর্ত ধসে ২ শ্রমিক চাপা পড়ে মারা যান।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, নিহত ২ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত সেলিম মিয়ার স্ত্রী বাদী হয়ে মঙ্গলবার মামলা দায়ের করেন।
এদিকে, গত সোমবার বিকেল ৩ টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে হামলা চালানোর ঘটনায় আহতদের ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ করে ও ৫শ থেকে ৬শ অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের হয়েছে। ঘটনারদিন রাতেই বাদী হয়ে কোম্পানীগঞ্জ ভূমি কর্মকর্তা মাসুদ রানা এ মামলা দায়ের করেন।
মঙ্গলবার কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, পাথরখেকোদের হামলার শিকার আহত টাস্কফোর্স সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার ঘটনায় সোমবার রাতে ২৩ জনের নাম উল্লেখ করে ও ৫ থেকে ৬ শত অজ্ঞাতনামা জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার বাদী কোম্পানীগঞ্জ ভূমি কর্মকর্তা মাসুদ রানা।