উপশহরে কর রিভিউয়ে মেয়র আরিফ

20
নগরীর কুমারপাড়া এলাকায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ছড়ার কাজ পরিদর্শন করছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

স্টাফ রিপোর্টার :
সিলেট সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্স ও বিল বোর্ড বাবত বকেয়া আদায়ে নেমেছে সিসিক টিম। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নগরীর শাহজালাল উপশহর এলাকায় বাসা বাড়ির হোল্ডিং ট্যাক্স নিয়ে নগরবাসীর সাথে আলোচনা করেন মেয়র আরিফুল হক চৌধুরী।
২২ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে আলোচনায় শাহজালাল উপশহরের বেশ কয়েক জন বাসার মালিক মেয়র আরিফের কাছে এসে বাসার হোল্ডিং ট্যাক্স অতিরিক্ত বলে অভিযোগ করেন। এ সময় মেয়র আরিফ বাসার মালিকদের হোল্ডিং ট্যাক্স দেখে রিভিউ করেন। তবে এ সময় কোনো ট্যাক্স আদায় হয়নি। নগরীতে সিসিকের অভিযানের অংশ হিসেবে শাহজালাল উপশহর এলাকায় কর রিভিউ কার্যক্রম করেন মেয়র আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, সিসিক’র নির্বাহী প্রকৌশলী আলী আকবর, এসেসর চন্দন দাস, সহকারী কর কর্মকর্তা মো. মাহবুব আলম প্রমুখ।