শীতের দিনে

37

কবির কাঞ্চন

শীতের হাওয়া লাগে গায়ে
পৌষ-মাঘ যখন আসে
ঊষালগ্নের রবির আলোয়
শিশিরকণা হাসে।

শীতের হাওয়া লাগে গায়ে
লাগে খেজুর গাছে
পিঠাপুলির ধুম পড়ে যায়
উৎসবেরই ধাঁচে।

মায়ের হাতের তৈরি পিঠা
অমৃত স্বাদের হয়
তরতাজা সবজি খাওয়া
কখনও ভোলার নয়।

পরিযায়ী পাখি উড়ে
বাংলাদেশের বাঁকে
সমীরণে মুগ্ধতা সুর
কিচিরমিচির ডাকে।

শীতল জলে নববধূ
নিত্য নামে-উঠে
দুষ্ট ছেলে খেলাচ্ছলে
এদিকসেদিক ছুটে।

শীতল দেহে উষ্ণতা চাই
পূব আকাশের পানে
শীতের দিনে মন ছুটে যায়
মিষ্টি রোদের টানে।