হবিগঞ্জে ৪২২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

30

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ জেলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরাজ করছে উৎসবের আমেজ। উৎসব পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যে বিরাজ করছে উদ্বেগ-কন্ঠা।
এরই মধ্যে হবিগঞ্জের ৪টি আসনে ৬৩৩টি কেন্দ্রের মধ্যে ৪২২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। তবে ওইসব কেন্দ্রের মধ্যে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
জানা যায়, ৩০ ডিসেম্বর সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। হবিগঞ্জে ৪টি আসনে ৬৩৩টি কেন্দ্রের মধ্যে ৪২২টি কেন্দ্র ঝুকিপূর্ণ ঘোষণা করা হলেও প্রশাসন বলছে, ওইসব কেন্দ্রে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরপাত্তা ব্যবস্থা।
এছাড়াও ওইসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও সাধারন ভোটাররা নির্বিঘেœ ভোট দিতে পারবেন বলে জানিয়েছে প্রশাসন। প্রশাসনের একটি বিশ্বস্থ সূত্র ঝুকিপূর্ণ কেন্দ্রের সংখ্যার বিষয়টি নিশ্চিত করেন।