কোথায় গেল

273

শাফায়েত হোসেন

কোথায় আমার চাঁদ মামাটা
কোথায় ভোরের পাখি,
ফুলের ছবি আঁকি,
আগের মতো পাখিগুলো
করে না ডাকাডাকি।

কোথায় গেল ঢেউয়ের তালে
মাঝি মাল্লার সুর,
গেল বহু দূর,
নীল আকাশে মেঘের ডাকে
করে না গুঁড়গুঁড়।

কোথায় গেল দস্যু ছেলের
ছোট্টবেলার খেলা,
বসে না আর মেলা,
গোধূলিটা রঙ ধরে না
সূর্য নামার বেলা।

কোথায় গেল সোনার ধানের
গাঁয়ের সবুজ মাঠ,
খেয়া নদীর ঘাট,
উঠোন জুড়ে রাতের বেলা
হয়না পুঁথি পাঠ।

কোথায় গেল সুন্দর বনের
সুন্দরী ঐ গাছ,
নদী ভরা মাছ,
নূপুর পায়ে বিয়ে বাড়ি
হয়না এখন নাচ।

কোথায় গেল বাংলা মায়ের
সুবাসমাখা হাসি,
রাখালের ঐ বাঁশি,
কৃষক- কৃষাণ বুনে না আর
স্বপ্ন রাশি-রাশি।