অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে দিরাইয়ে মানববন্ধন

19

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ তথা সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান এবং সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের নির্বাচিত করার লক্ষ্যে নাগরিক সংগঠন সুজন-সুশাসনের জন্য নাগরিক ও পিস প্রেসার গ্র“প দিরাই এর উদ্যোগে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত দিরাই থানা পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা আশা প্রকাশ কওে বলেন, সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রয়াসের মধ্য দিয়ে আগামী ৩০ ডিসেম্বর ২০১৮ তারিখে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ তথা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে এবং ভোটাররা সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত দল ও প্রার্থীদের নির্বাচিত করবেন।
দিরাই প্রেসক্লাব সভাপতি ও পিস প্রেসার গ্র“পের সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুরের সঞ্চালনায়, বক্তব্য রাখেন, শান্তির দূত দিরাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজউদৌল্লা, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, সাবেক চেয়ারম্যান আব্দুছ ছত্তার, সাবেক কমিশনার শাহজাহান সরদার, সাবেক মেম্বার রফিকুল ইসলাম ছত্তার, আওয়ামীলীগ নেতা ইয়াহিয়া চৌধুরী, যুবদল নেতা জুবের সরদার দিগন্ত, দি হাঙ্গার প্রজেক্টের ওবায়দুল হক মিলন প্রমুখ।