মৌলভীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে বরাক খালের ৮ কিলোমিটার খনন কাজ শুরু

26

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে প্রায় দেড়কোটি টাকা ব্যয়ে মৌলভীবাজার সদর উপজেলার শাখাবরাক খালের ৮ কিলোমিটার দীর্ঘ খনন কাজ শুরু হয়েছে।
২৬ ডিসেম্বর বুধবার সকালে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তীর সভাপতিত্বে এ কাজের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলার ইউএনও মো. মনিরুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুস শহীদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মাসুম আলম প্রমুখ।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রনেন্দ্র শংকর চক্রবর্তী বলেন, ১৫ মিটার প্রস্থ এবং ১ মিটার গভীর এ খালের খনন কাজ সম্পন্ন হলে খালের পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। উপজেলার মনুমুখ ও খলিলপুর ইউনিয়নের জলাবদ্ধতা দূর হবে এবং শুষ্ক মৌসুমে সম্পূরক সেচ সুবিধা নিশ্চিত হবে। তিনি বলেন, বিশেষ করে শুষ্ক মৌসুমে ধান চাষ,শাক সবজি ও মৎস্যজীবী সম্প্রদায় মাছ করতে পারবে।