গ্যাস লাইনে বিস্ফোরণে ভিক্ষুক আহত

77

স্টাফ রিপোর্টার :
নগরীর মজুমদারী এলাকায় গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণে বনকলাপাড়া এলাকার পঞ্চাশোর্ধ্ব এক ভিক্ষুক আহত হয়েছে। তবে তার নাম পাওয়া যায়নি। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে মজুমদারী এলাকার প্রধান সড়কের পাশে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে ফলে রাস্তা ফেটে গেছে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিকট শব্দে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটলে রাস্তার পাশে ড্রেনের উপরের স্লাব উড়ে যায়। এছাড়া আগুন না ধরলেও রাস্তা প্রায় ১০০ গজে ফাটল ধরে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে জালালাবাদ গ্যাসের উত্তর অঞ্চলের কর্মীরা ঘটনাস্থলে যান। স্থানীয় ৪ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদীও ঘটনাস্থল পরিদর্শন করেন।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ডিস্টির্বিউশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের পাইপ লাইন শাখার জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুল মুমিন বলেন, গ্যাসের পাইপ লাইনে ছিদ্র থাকার কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জরুরী মেরামতের জন্য এক্সপার্ট টিম ডেকে পাঠানো হয়েছে। আপাতত ঘটনাস্থল ও আশপাশ এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। এ কাজে কতটুকু সময় লাগবে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।