আগামী পাঁচ বছর নগরীতে শুধুই কাজ হবে – মেয়র আরিফুল হক চৌধুরী

41
সিটি কর্পোরেশনের সাধারণ সভায় বক্তব্য রাখছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, নগরীর উন্নয়নে দল মতের ঊর্ধ্বে উঠে নির্বাচিত পরিষদের সকল কাউন্সিলর, সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরের জন্য জনগণ আমাদেরকে ভোট দিয়ে জয়ী করেছেন, এ জন্য আমরা কৃতজ্ঞ। এই পাঁচ বছর শুধুই কাজ হবে নগরীতে। মেয়র বলেন, জনগণ ভোট দিয়ে তাদের দায়িত্ব শেষ করেছেন। এখন তাদের জন্য কাজ করা আমাদের দায়িত্ব।
তিনি সোমবার সিলেট সিটি কর্পোরেশনের হল রুমে নব নির্বাচিত পরিষদের মাসিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সিসিক মেয়র আরো বলেন, নির্বাচিত পরিষদের সকল কাউন্সিলরদের সাথে নিয়ে নগরীর প্রত্যেক নাগরিকের অনুপ্রেরণায় নগরবাসীর জন্য কাজ করে যেতে চাই। এজন্য নগরবাসীর সহযোগীতা কামনা করেন তিনি।
সভায় আলোচনায় অংশনেন প্যানেল মেয়র-১ মো. তৌফিক বকস লিপন, প্যানেল মেয়র-২ এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, প্যানেল মেয়র-৩ এবিএম জিল্লুর রহমান উজ্জল, কাউন্সিলর মোখলেছুর রহমান কামরান, শান্তনু দত্ত সন্তু, নজরুল ইসলাম মুনিম, রেজওয়ান আহমদ, মোস্তাক আহমদ, মো. ইলিয়াছুর রহমান, সিকন্দর আলী, রকিবুল ইসলাম ঝলক, মো. ছয়ফুল আমীন বাকের, মো. আজম খান, তাকবির ইসলাম পিন্টু, এডভোকেট ছালেহ আহমদ সেলিম, সৈয়দ তৌফিকুল হাদী, আফতাব হোসেন খান, রাশেদ আহমদ, মো. তারেক উদ্দিন তাজ, এসএম সওকত আমীন তৌহিদ, আবুল কালাম আজাদ লায়েক, বিক্রম কর স¤্রাট, মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকী, বেগম সালমা সুলতানা, শাহানারা বেগম, বেগম মাসুদা সুলতানা, শাহনারা বেগম শানু, মোছা. রেবেকা বেগম, নাজনীন আক্তার কনা ও কুলসুমা বেগম। এছাড়া সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রকৌশলী আলী আকবর সহ সিসিকের সকল বিভাগীয় প্রধানরা সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি