ছাতকে পিইসিতে শ্রেষ্ঠ মন্ডলীভোগ স্কুল, জেএসসিতে গোবিন্দগঞ্জ হাইস্কুল

174

আতিকুর রহমান মাহমুদ ছাতক থেকে :
জেএসসি পরীক্ষায় ছাতকের ৫হাজার ১শ’ ৯৪ পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৪ হাজার ৭শ’ ৩৬ জন শিক্ষার্থী। জিপিএ-৫ লাভ করেছে ৪২জন শিক্ষার্থী। পাসের হার শতকরা ৯১.১৮ ভাগ। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল অনুযায়ী ১০টি জিপিএ-৫ পেয়ে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় উপজেলায় শীর্ষ স্থানে রয়েছে। ৭টি জিপিএ-৫সহ শতভাগ ফলাফল করে সাউথ ওয়েষ্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ ২য় স্থানে রয়েছে। এ ছাড়া ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুল চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, এসপিপিএম উচ্চ বিদ্যালয় ৩টি করে জিপিএ-৫ লাভ করেছে। মইনপুর উচ্চ বিদ্যালয়, ঝিগলী স্কুল এন্ড কলে ও আনুজানী জনকল্যান উচ্চ বিদ্যালয় শতভাগসহ ২টি করে জিপিএ-৫ লাভ করেছে। এ ছাড়া মনিরজ্ঞাতি উচ্চ বিদ্যালয় ২টি, সমতা স্কুল এন্ড কলেজ, সিসিএফ উচ্চ বিদ্যালয়, ইসলামপুর উচ্চ বিদ্যালয়, নতুন বাজার উচ্চ বিদ্যালয়, পাইগাঁও উচ্চ বিদ্যালয়, শুকুরুন্নেছা চৌধুরী স্মৃতি উচ্চ বিদ্যালয়, গনিপুর উচ্চ বিদ্যালয় ও জাহিদপুর উচ্চ বিদ্যালয় ১টি করে জিপিএ-৫ লাভ করেছে। জেডিসি পরীক্ষায় ২৪টি মাদ্রাসার ১হাজার ৪শ’ ৫১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১হাজার ৩শ’ ৬৪জন। জিপিএ-৫ পেয়েছে ১জন শিক্ষার্থী। পাশের হার শতকরা ৯৪ ভাগ। পিইসি পরীক্ষায় উপজেলার ৮হাজার ৪শ’ ৮০ জন শিক্ষার্থীর মধ্যে ৮ হাজার ২শ’ ৩০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ লাভ করেছে ২৯৪ জন শিক্ষার্থী। পাসের হার শতকরা ৯৭.০৫ ভাগ। শতভাগ ফলাফলসহ ৪৩টি জিপিএ-৫ পেয়ে উপজেলা ও জেলার শীর্ষে রয়েছে মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২০ টি জিপিএ-৫ পেয়ে বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ২য় স্থানে রয়েছে। এ ছাড়া নোয়ারাই সরকারী প্রাথমিক বিদ্যালয় ১১, তাতিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮টি, সিসিএফ সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭টি, জাহিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মোল্লাহাতা সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬টি করে, টেটিয়ারচর লতিফিয়া ইসলামীয়া কিন্ডারগার্টেন ৩টি, শ্যামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গোবিন্দনগর ২টি করে জিপিএ-৫ লাভ করেছে। ইবতেদায়ী পরীক্ষায় ১হাজার ৭জনের মধ্যে ৯শ’১৯ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ লাভ করেছে ১৮জন শিক্ষার্থী। পাসের হার শতকরা ৯৭.৬৫ ভাগ।