সাফল্যের রেকর্ড গড়েছে মুহিবুর রহমান একাডেমি

56
জেএসসি ও পিইসি পরীক্ষায় সাফল্যের রেকর্ড গড়ায় মুহিবুর রহমান একাডেমির শিক্ষক ও শিক্ষার্থীদের উল্লাস।

এবারের ২০১৮ সালের জেএসসি ও পিইসি পরীক্ষায় আবারো সাফল্যের রেকর্ড গড়েছে মুহিবুর রহমান একাডেমির শিক্ষার্থীরা। তাই এ ফলাফলে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করেছে উল্লাস ও উদ্যমী উৎসব। শিক্ষার্থী আর অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন প্রাপ্ত ফলাফলে। সোমবার একাডেমি প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মো. মুহিবুর রহমান ও একাডেমির প্রিন্সিপাল রোটারিয়ান মোহাম্মদ শামছ উদ্দিন ফলাফল ঘোষণা করেন। প্রতিষ্ঠানে পিইসিতে ৬৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে এরমধ্যে সর্বমোট জিপিএ ৫ পেয়েছে ২৭ জন। বাংলা ভার্সনে ৩৭ জনের মধ্যে জিপিএ-৫পেয়েছে ১৩ জন, ইংরেজি ভার্সনে, জিপিএ-৫ পেয়েছে ১৪ জন, বাংলা ভার্সনে জিপিএ-৪ পেয়েছে ১৪ জন, এ-মাইনাস পেয়েছে ৫জন জিপিএ-৩, বি-পেয়েছে ৩ জন সি-গ্রেড পেয়েছে ২ জন। ইংরেজি ভার্সনে, জিপিএ-৫ পেয়েছে ১৪জন,জিপিএ ৪ পেয়েছে ১১ জন, জিপিএ ৩ পেয়েছে ১ জন। পিইসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্য ৬৩ জন ছিল পাসের হার শতভাগ। এছাড়া জিএসসিতে বাংলা ভার্সনে ২৭ জন ও ইংরেজি ভার্সনে ১১জন শিক্ষার্থী অংশ নিয়ে, সর্বমোট ৩৮ জন শিক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে পাসের হার শতভাগ। ফলাফল প্রদানে এ সময় উপস্থিত ছিলেন একাডেমির প্রিন্সিপাল সহ শিক্ষক শিক্ষিকা, অভিভাবকসহ প্রমুখ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি