হাছন রাজার ১৬৪তম জন্ম বার্ষিকী উদযাপিত

25

মরমী কবি হাছন রাজার ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২১ ডিসেম্বর শুক্রবার দুপুর আড়াইটায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ মিউজিয়াম অব রাজাসে অনুষ্ঠিত হয়েছে।
হাওরপারের ধামাইল (হাপাধা) বাংলাদেশের সভাপতি বিনয় ভুষণ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনজুর মোহাম্মদের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক লেখক অপূর্ব শর্মা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রীণ ডিসেবল ফাউন্ডেশন সিলেটের মহাসচিব এপেক্সিয়ান জি.ডি. রুমু, মধ্যনগর থানা উন্নয়ন পরিষদ সিলেটের সভাপতি মো. আমিনুল ইসলাম তালুকদার, হিউমেন রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন খান।
সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদ, রূপক কিরণ তালুকদার, সাংস্কৃতিক সংগঠন ঊষার পরিচালক নিগাত সাদিয়া, সংগঠক জাকির শাহ, মিউজিয়াম অব রাজাসের পক্ষে জাহাঙ্গীর আহমদ, কবি অসীম সরকার, ধামাইল শিল্পী কুমুদ রঞ্জন তালুকদার, সংস্কৃতি কর্মী উত্তম কাব্য, বাউল বাহার উদ্দিন বাহার, মাহবুব রহমান শেখ, সংস্কৃতি কর্মী সিদ্ধার্থ দে প্রমুখ। বিজ্ঞপ্তি