ওসমানীনগরে চোরাইকৃত প্রাইভেটকার উদ্ধার, আটক ৪

24

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগর থেকে চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার এবং এর সাথে জড়িত চারজনকে আটক করেছে থানা পুলিশ। পুলিশের হাতে আটককৃতরা হলো-ওসমানীনগরের সাদীপুর ইউনিয়নেরর পশ্চিম মোবারকপুর গ্রামের নুর মিয়ার পুত্র তোফায়েল আহমদ তোফা (২৮), উপজেলার মোহাম্মদপুর রাইগদারা গ্রামের আব্দুল কাদির নুরের পুত্র চুরি হওয়া প্রাইভেট কারের চালক মুহিবুর রহমান (৩০), গোয়ালা বাজারের কালাসারা এলাকার নিশিল কুমার পালের পুত্র নন্দ পাল (৩০), ও ঢাকার ধামরাই এলাকার বালিয়া গ্রামের বদ্দু মিয়ার পুত্র আকবর খান (৪০)। আটকৃত তোফার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত তালা ও লোহাজাতীয় জিনিসি কাটার একটি অত্যাধুনিক যন্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে উপজেলার তাজপুর কদমতলা থেকে চুরি হওয়া প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৪-২৫২৪) নিয়ে নবীগঞ্জের আউশকান্দি এলাকায় যান প্রাইভেট কারটির চালক মুহিবুর রহমান। রাতে কার নিয়ে চালক বাড়ি ফিরেননি। গাড়ির মালিকসহ স্বজনরা চালক মুহিবুরের মোবাইল ফোনে কল দিলে বন্ধ পান।এরপর থেকে প্রাইভেট ও চালকের খুঁজ মেলেনি। বৃহস্পতিবার প্রাইভেট কারের মালিক বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে অবগত করেন। সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজার মহিলা কলেজ সংলগ্ন এলাকা থেকে প্রথমে ডাকাত তোফায়েল আহমদ তোফা ও চুরি হওয়া প্রাইভেটকারসহ চালক মুহিবুর রহমানকে আটক করে পুলিশ। চালক মুহিবুর ডাকাত তোফার সহযোগী বলে জানা গেছে। তোফা ও মুহিবুরের স্বীকাররোক্তির ভিত্তিত্বে রাতে ডাকাতির ঘটনার লুটকৃত স্বর্ণ ও টাকাসহ গোয়ালাবাজারের জুয়েলারী ব্যবসায়ী নন্দপাল ও আকবর খানকে আটক করে পুলিশ। ওসমানীনগর থানার এসআই মুমিনুল ইসলাম জানান, প্রথমে চুরি হওয়া প্রাইভেট কারসহ তোফায়েল তোফা ও চালক মুহিবুর রহমানকে আটকের পর তাদের স্বীকারোক্তির ভিত্তিত্বে ডাকাতদের লুটকৃত স্বর্ণ ও নগদ টাকাসহ আরও দুইজনকে আটক করা হয়। তোফায়েল তোফা ও মুহিবুর সম্প্রতি ওসমানীনগর এলাকায় সংঘটিত বিভিন্ন ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কাটার জাতীয় একটি যন্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল শুক্রবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।