শীতকালে

135

আব্দুল্লাহ আল তুহিন

শীত এলোরে আবার ফিরে
গরিব দুখির মাঝে!
গরম কাপড় আমরা পরি
থাকি নানান সাজে।

একটু সূর্যের রৌদ্র পেতে
বসে থাকে পথে!
আমরা থাকি ঘরের ভিতর
লেপ তোষকের সাথে।

ওদের কাটে দুখেতে দিন
থাকে কত ব্যথা!
ওদের কষ্ট দেখি নাতো
ভাবি নিজের কথা।

গরীব মানুষ কাপড় চায়
আমরা বলি নাই!
ওদের পাশে এসো দাঁড়াই
আমরা ওরে ভাই।