গোলাপগঞ্জের বাঘায় শিক্ষামন্ত্রী ॥ আ’লীগ ক্ষমতায় আসার পর গ্রামগঞ্জে সাঁকোর বদলে ব্রীজ হয়েছে

15

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামের পর গ্রাম পাকা রাস্তা, সাঁকোর বদলে ব্রীজ, প্রতিটি গ্রামে সুন্দর সুন্দর স্কুল, মাদ্রাসা নির্মাণ করে গ্রামকে প্রায় শহরে পরিণত করেছে আওয়ামীলীগ সরকার। এক সময় গ্রাম গঞ্জে সাঁকো ছিল। আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর সাঁকোর বদলে ব্রীজ হয়েছে। আওয়ামী লীগ কথায় এবং কাজে বিশ্বাসী। ক্ষুধা, দারিদ্র্য, অনিয়ম, দুর্নীতি এবং বৈষম্যহীন সমাজ গঠন বঙ্গবন্ধুর হাতে গড়া এ সংগঠনের অন্যতম প্রধান কাজ। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের খালপার বাজার, লালনগর গ্রামসহ ইউনিয়নের কয়েকটি স্থানে নির্বাচনী পথসভায় নাহিদ এসব কথা বলেন।
পথসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল আহমদ, সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, বাঘা ইউপি চেয়ারম্যান ছানা মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজমন্দ আলী প্রমুখ।