বৃষ্টিপাতে চা বাগানে মঙ্গল বার্তা

24

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
দেশব্যাপী নিম্নচাপের জন্য সৃষ্ট বৃষ্টিপাত চায়ের জন্য বয়ে এনেছে মঙ্গলবার্তা। এর ফলে চা গাছে আগাম পাতা উত্তোলন করা সম্ভব হবে। অসময়ের এই বৃষ্টিপাতকে চায়ের ভাষায় বলা হয় ‘আনন্দ বৃষ্টি’। এ বৃষ্টিপাত আরো দু’একদিন অব্যাহত থাকলে আগামী বছর চায়ের চা পাতা উত্তোলনে দারুণ সার্থকতা আসবে বলে জানান বিশেষজ্ঞরা।
শীত মৌসুমের এই আকস্মিক বৃষ্টি মৌলভীবাজার জেলার চা-শিল্পাঞ্চলের ৯২টি বাগানের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এ সময় প্রতিটি বাগানে অনুষ্ঠিত হচ্ছে চা গাছে প্রুনিং বা চা-গাছ ছাঁটাইয়ের কাজ। এতে চা-শিল্পাঞ্চল সতেজ, সবুজ হয়ে উঠেছে। দূর হবে চা-গাছে পোকামাকড়ের আক্রমণ।