মাদকদ্রব্যের অপব্যবহার শীর্ষক আলোচনা সভা ॥ মাদকের বিরুদ্ধে তরুণদেরকে আরো সচেতন করতে হবে

175
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের যৌথ আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিভাগীয় কমিশনার মেজবাহ্ উদ্দিন চৌধুরী।

আমাদের তরুণ সমাজ দিন দিন সচেতন হচ্ছে। তাদেরকে আরো সচেতন করে তুলতে হবে। আমাদের তরুণদের যদি সচেতন না করা যায় তাহলে এদেশ থেকে পুরোপুরি মাদকমুক্ত করা সম্ভব নয়। এজন্য ঘর থেকেই মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের ধারনা দিতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে করতে হবে। শিক্ষকরা যদি সঠিকভাবে মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে পারেন তাহলে এদেশে মাদকাশক্ত আর থাকবে না। মাদকদ্রব্যের অপব্যভহার ও অবৈধপাচারবিরোধী সচেতনতামূলক বিশেষ আলোচনা সভায় বক্তরা একথাগুলো বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ এ সভার আয়োজন করে। গতকাল মঙ্গলবার বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হকের সভাপতিত্বে ও প্রভাষক আশেয়া সিদ্দীকার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ্ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান, ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শাহ আলম চৌধুরী, সিলেট বিভগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, বিজিবি সিলেট সেক্টরের জিওএস-২ মেজর মো. মেসবাহ্ উদ্দিন রাসেল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন ও পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক আফতাব চৌধুরী ও গ্রামীন জনকল্যাণ সংসদের নির্বাহী পরিচালক জামিল চৌধুরী। বিজ্ঞপ্তি