মহাজোটের ইয়াহইয়া চৌধুরীসহ বিশ্বনাথে দুই প্রার্থীকে জরিমানা

176

বিশ্বনাথ থেকে সংবদাদাতা :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরীসহ দুই প্রার্থীকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে লাঙ্গল প্রতীকের মহাজোট প্রার্থী ইয়াহইয়া চৌধুরীর পোষ্টার খোলে ফেলার নির্দেশ দেওয়ায় হয়েছে। গতকাল সোমবার বিকেলে আচরণ বিধি লঙ্গন করে প্রচারণা চালানোর কারণে মোবাইল কোর্টের মাধ্যমে এহিয়া চৌধুরীকে ৮ হাজার টাকা ও ডাব প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে ছিলেন বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ম্যাজিস্ট্রেট ফাতেমা-তোজ-জোহরা।
জানা গেছে, নির্বাচনী পোষ্টারের একপাশে নিজ দলের চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ আর অন্য পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পোষ্টার টানিয়ে বিশ্বনাথে প্রচারণা চালানো হচ্ছে। সেই সাথে বিতরণ করা হচ্ছে লিফলেটও। সেজন্য সিলেট-২ আসনের মহাজোট মনোনীত প্রার্থি কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও স্থানীয় এমপি ইয়াহ্ইয়া চৌধুরীর সর্মথক একেএম দুলালের নিকট থেকে ৮হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং বিশ্বনাথ থেকে সকল পোষ্টার খোলে ফেলার নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে মোটরসাইকেলে পোষ্টার লাগিয়ে শোডাউন করায় ছান্দভরাং সেতুর পাশে মুহিবুর রহমানের সমর্থকদের কাছ থেকে ৫হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।