ড. মোমেন ও নৌকার পক্ষে প্রচারের জন্য সিলেট এসেছেন দু’শতাধিক প্রবাসী

43

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারে অংশগ্রহণের লক্ষ্যে দু’শতাধিক প্রবাসী সিলেটে এসেছেন। সিলেট-১ আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট মনোনীত প্রার্থী, সাবেক রাষ্ট্রদূত, বিশিষ্ট অর্থনীতিবিদ ও কূটনীতিবিদ ড. এ.কে আব্দুল মোমেনসহ সিলেট অঞ্চলের মহাজোটের অন্যান্য প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিতে দেশে এসেছেন তারা।
গত বৃহস্পতিবার ড. মোমেন সমর্থক ফোরাম, যুক্তরাষ্ট্রের নেতা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইরিন পারভীন, বাংলাদেশ সোসাইটি যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক রানা ফেরদৌস চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক শেখ জামাল হোসাইন, যুগ্ম আহবায়ক ইফজাল আহমদ চৌধুরীসহ বিভিন্ন গ্রুপে অর্ধশতাধিক যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটে পৌঁছেছেন। আরো অনেকেই দেশে আসছেন নির্বাচনের আগে। এছাড়া যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, লন্ডন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সহসভাপতি শফিক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা খসরুজ্জামান খসরু, কাওছার আহমদ চৌধুরী, মনছুর আহমদ মকি, মিসবাউর রহমান মিসবাহ, যুক্তরাজ্য যুবলীগ সহসভাপতি নাজমুল ইসলাম, আলমাছ খান আজাদ, লন্ডন মহানগর যুবলীগ সভাপতি তারেক আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান বাবলু, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক ফরহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মতছির আহমদ চৌধুরী জনি, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তানিম আহমদ, ফ্রান্স আওয়ামী লীগ নেতা আজমল হোসেনসহ শতাধিক প্রবাসী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ইতোমধ্যে দেশে এসেছেন। এছাড়াও বাহরাইন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অর্ধশতাধিক প্রবাসী দেশে এসেছেন মহাজোট মনোনীত প্রার্থীদের পক্ষে প্রচারকাজে অংশ নিতে। বিজ্ঞপ্তি