একটি পতাকা

32

জিল্লুর রহমান পাটোয়ারী

ঐ উড়ছে একটি পতাকা,
লাল সবুজের গান –
বইছে সেথায় আমার ভাইয়ের,
রক্ত স্রোতের বান।

পতাকায় রয়েছে আমার মায়ের,
দু ‘চোখের কান্নার জল –
ওখানে রয়েছে লক্ষ জনতার,
জমানো বাহুর বল।

বাঙালির সুখ দুঃখ ওখানে,
আছে মিশে একাকার –
একটি পতাকা অহংকার আমাদের,
শ্রদ্ধা করি বারবার।

লাল সবুজের উড়াই পতাকা,
বাংলা মায়ের কোলে –
হেসে খেলে যাই স্বাধীন মনে,
আনন্দ মন দোলে ।