জাফলংয়ে ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে মেয়াদ উত্তীর্ণ ও নকল প্রসাধনী ধ্বংস

131

গোইনঘাট থেকে সংবাদদাতা :
পর্যটন কেন্দ্র জাফলং ভ্রমণে এসে কোন পর্যটক যাতে ভেজাল প্রসাধনী কিনে প্রতারিত না হয় সে লক্ষ্যে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র জাফলংয়ে ব্যাবসায়ী সংগঠনের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জাফলং ভিউ পর্যটন কেন্দ্র ব্যাবসায়ী সমিতির উদ্যোগে জাফলং ভিউ (বিজিবি ক্যাম্প) এলাকায় কয়েকটি দোকান থেকে প্রায় অর্ধ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন ব্র্যান্ডের নকল ও মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী সামগ্রী উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, জাফলং ভিউ পর্যটন কেন্দ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের যুব বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের প্রচার সম্পাদক মোঃ মানিক মিয়া, জাফলং ভিউ পর্যটন কেন্দ্র ব্যাবসায়ী সমিতির সদস্য সানি আহমেদ, শাহজাহান মিয়া, ইয়াসিন মিয়া, জাকির মিয়া প্রমুখ।