বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে গোলাপঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত

20

গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠান পালন করে গোলাপগঞ্জ মুক্তিযুদ্ধা সংসদ। বুধবার চৌমুহনীস্থ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা সংসদ’র পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রণের মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়। গোলাপগঞ্জ মুক্ত দিবস পালন উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ড’র উদ্যোগে দুপুর ২টায় এক বর্ণ্যাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় হতে শুরু হয়ে গোলাপগঞ্জ চৌমুহনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে আবার মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সম্মুখে এসে শেষ হয়। র‌্যালী পরবর্তীতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় সম্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য আলী আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার তোতা মিয়া, জেলা শ্রমিকলীগের সদস্য মুক্তিযোদ্ধা আকমল আলী, সাবেক কমান্ডার আসমান উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সালাউদ্দিন পারভেজ, সাধারণ সম্পাদক জবরুল ইসলাম, আদিল ওয়াহিদ।