বিয়ানীবাজারে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার সহ নগদ ২ লক্ষ টাকা লুট

137

বিয়ানীবাজার থেকে সংবাদদাতা :
বিয়ানীবাজারে একটি বসতবাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামে ফখরুল হোসেন লস্করের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির কালে নগদ দুই লক্ষ টাকাসহ প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার (৫ লক্ষ টাকা) লুট করে ডাকতার পালিয়ে যায় বলে দাবি করছেন বাড়ির মালিক ফখরুল হোসেন লস্কর।
ফখরুল জানান, আনুমানিক রাত দুইটার দিকে আমার বসতঘরের রান্নাঘরের দরজা ভেঙ্গে একদল ডাকাত ঘরে প্রবেশ করে। আদের দলে ৭ থেকে ৮ জনের ছিল। প্রথমে তারা রান্নাঘরের পাশের ঘরে ঘুমন্ত অবস্থায় একজন নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং পরে তাকে দিয়েই ঘরের অন্য সদস্যদেরকে ঘুম থেকে ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।
এ সময় ডাকাতির কাজে বাঁধা দিতে গেলে ডাকাতের লাঠিতে আমি আঘাতপ্রাপ্ত হই। পরে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ দুই লক্ষ টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার যার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার (ওসি) অবনী শংকর কর বলেন, ডাকাতির খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের সনাক্তের কাজ চলছে। পরবর্তীতে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।