সুনামগঞ্জের ৫টি আসনের প্রতীক বরাদ্দ

32

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের হাতে ব্যালটের নমুনা প্রতীক তুলে দেন জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।
প্রতীক হাতে পাওয়ার সাথে সাথেই নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী প্রার্থীরা জোরশোর করে প্রচারণার কাজ শুরু করে দিয়েছেন। আর এই প্রচারণার কাজ বন্ধ করতে হবে ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে।
সুনামগঞ্জ-১ : আসনে (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা) যারা প্রতীক বরাদ্দ পেয়েছেন আমানউল্লাহ আমান (জাকের পার্টি) গোলাপফুল, নজির হোসেন (বিএনপি) ধানের শীষ, হাফিজ মাওলানা মুফতি ফখর উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা, বদরুদ্দোজা সুজা (বাংলাদেশ মুসলিম লীগ) হারিকেন, মোয়াজ্জেম হোসেন রতন (আ’লীগ) নৌকা।
সুনামগঞ্জ-২ : (দিরাই-শাল্লা) আসনে প্রতীক পেয়েছেন গোলজার আহমেদ (গণতন্ত্রী পার্টি) কবুতর, ড. জয়া সেনগুপ্তা ( আ’লীগ) নৌকা, নিরঞ্জন দাস (কমিউনিস্ট পার্টি) কাস্তে, মাহমুদ হাসান চৌধুরী (বাংলাদেশ মুসলিম লীগ) হারিকেন, আব্দুল হাই (ইসলামি আন্দোলন বাংলাদেশ) হাতপাখা, নাসির উদ্দিন চৌধুরী (বিএনপি) ধানের শীষ।
সুনামগঞ্জ-৩ : (দক্ষিণ সুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনে প্রতীক পেয়েছেন এমএ মান্নান (আ’লীগ) নৌকা, মাহফুজুর রহমান খালেদ (এলডিপি) ছাতা, মুহিববুল হক আজাদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা, মো.শাহজাহান চৌধুরী (জাকের পার্টি) গোলাপফুল, শাহিনূর পাশা চৌধুরী (জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ) ধানের শীষ, সৈয়দ শাহ মুবশ্বির আলী (বাংলাদেশ মুসলিম লীগ) হারিকেন।
সুনামগঞ্জ-৪ : (সদর-বিশ্বম্ভরপুর) আসনে প্রতীক পেয়েছেন, সাংবাদিক আল-হেলাল (এনডিএম ও বাংলাদেশ মুসলিম লীগ) হারিকেন, তানভীর আহমেদ তাসলিম (ইসলামি আন্দোলন বাংলাদেশ) হাতপাখা, এড.পীর ফজলুর রহমান (জাতীয় পার্টি মহাজোট) লাঙ্গল, মো. আজিজুল হক (বাংলাদেশ খেলাফত মজলিস) রিক্সা, মোহাম্মদ কামরুজ্জামান (স্বতন্ত্র) সিংহ, মোহাম্মদ দিলোয়ার (ন্যাশনাল পিপলস পার্টি) আম, এড.ফজলুল হক আছপিয়া (বিএনপি) ধানের শীষ।
সুনামগঞ্জ-৫ : (ছাতক-দোয়ারাবাজার) আসনে যারা প্রতীক পেয়েছেন আইয়ুব করম আলী (গণফোরাম) উদীয়মান সূর্য, মোহাম্মদ শফিক উদ্দিন (খেলাফত মজলিস) দেওয়াল ঘড়ি, মুহিবুর রহমান মানিক (আ’লীগ) নৌকা, মো.আব্দুল ওদুদ (বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি -ন্যাপ) কুঁড়েঘর, মো. আশরাফ হোসেন (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ) টেলিভিশন, মো. নাজমুল হুদা (জাতীয় পার্টি) লাঙ্গল, মো.মিজানুর রহমান চৌধুরী (বিএনপি) ধানের শীষ, হোসাইন আল হারুন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা।
উল্লেখ্য-সুনামগঞ্জ জেলার ৫টি আসনে একাদশ জাতীয় নির্বাচন লড়াইয়ে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।