দুর্নীতি দমনের জন্য সামাজিক আন্দোলনের বিকল্প নেই – বিভাগীয় কমিশনার

65
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সিলেটের যৌথ উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী বলেছেন, দুর্নীতিকে না বলার প্রত্যয়দীপ্ত অঙ্গীকার নিয়ে সর্বাত্মক নৈতিকতা চর্চার সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে। তিনি বলেন, দুর্নীতি দমনের জন্য সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এ জন্য প্রয়োজন গণসচেতনতা, দেশপ্রেম এবং তারুণ্যের অঙ্গীকার। তরুণ ও যুবকদের দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। দেশের যুবসমাজ অসততা, অন্যায় ও দুর্নীতির বিরোধিতা শুরু করলেই কেউ কোনো অনিয়ম বা দুর্নীতি করার সাহস পাবে না। আমাদের পূর্বপুরুষেরা অনেক ত্যাগ ও কষ্টের বিনিময়ে আমাদের এই স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছেন। কিন্তু আজ এই দুর্নীতি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে মুক্তিযুদ্ধের স্বপ্ন ও চেতনাকে অবমাননা করছে। দেশপ্রেম, আদর্শ ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য তিনি আহবান জানান।
বিভাগীয় কমিশনার গতকাল ৯ ডিসেম্বর রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সিলেট এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আসলাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে “আসুন, জাতীয় উন্নয়নের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” প্রতিপাদ্য বিষয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ গোলাম কিবরিয়া, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, দুদক সিলেটের উপ-পরিচালক মোঃ তৌফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সিলেটের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব:) জুবায়ের সিদ্দিকী, সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি আজিজ আহমদ সেলিম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় পরিচালক নিরু শামসুন নাহার।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার জাতীয় পতাকা, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে এবং গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে দিবসের সূচনা করেন।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের প্রধান সড়কে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, দুদক, পুলিশ প্রশাসন, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। বিজ্ঞপ্তি